Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরিবারের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে এলেন সৌদি প্রবাসী বর

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

পরিবারের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে এলেন সৌদি প্রবাসী বর

পরিবারের ইচ্ছে হেলিকপ্টারে করে ছেলে শ্বশুরবাড়ি থেকে বউ নিয়ে আসবে নিজের বাড়ি। শ্বশুরেরও ইচ্ছে ছিল মেয়ে হেলিকপ্টারে করে যাবে শ্বশুর বাড়ি। দুই পরিবারের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ের আসরে এলেন সৌদি প্রবাসী বর। 

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ দৃশ্য দেখা যায়। 

উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা বর মো. আব্দুল হাকিম তালুকদার একই উপজেলার পাশ্ববর্তী গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়া তালুকদারের ছেলে। সৌদিতে তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে। 

এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। 

কনের বাবা সাবেক ইউপি সদস্য মো. আরাফাত আলী জানান, ‘আজকে আমার বড় মেয়ে রোমা আক্তারের বিয়ে হচ্ছে। সন্তানদের মধ্যেও সে সবার বড়। আমার ইচ্ছে ছিল মেয়েকে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুরবাড়ি পাঠাব। জামাই আমার ইচ্ছে পূর্ণ করেছে, আমি আনন্দিত হয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ 

হেলিকপ্টারে চড়ে এলেন সৌদি প্রবাসী বর। ছবি: আজকের পত্রিকাবিয়ের দাওয়াতে আসা চাতলপাড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার বলেন, ‘বর-কনে দুজনই হাওড় এলাকার বাসিন্দা। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় হেলিকপ্টার তো দূরের কথা চার চাকার গাড়িই দেখা যায় না। আজকে এই হাওড় অঞ্চলের বিয়েতে হেলিকপ্টার দেখে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।’ 

এ ব্যাপারে সৌদি প্রবাসী বর মো. আব্দুল হাকিম তালুকদার জানান, ‘আমার পরিবারের ইচ্ছে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখা এবং শ্বশুরেরও শখ তাঁর মেয়ে হেলিকপ্টারে করে শ্বশুর বাড়ি যাবে। এছাড়া আমার ও আমার পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়েটা এভাবে করার।’ 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ‘খাগালিয়ার কনে আর গোয়ালনগরের বরের হেলিকপ্টারে করে বিয়ের বিষয়টি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত ছিল।’

অবৈধ বালু উত্তোলনে ‘আইসিইউ’তে হালদা

চট্টগ্রামে কয়লাবিদ্যুৎকেন্দ্রের পাইপ লাইনে লিকেজ

বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা কার্টনে নবজাতকের মরদেহ

ধর্ষণের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা: চসিক মেয়র

চট্টগ্রাম নগরে পানিসংকট, গ্রাহকদের ওয়াসা অফিস ঘেরাও

জ্যোতি ও সৌরভ বিক্রি ৪৫ কোটি ৮৬ লাখ টাকায়

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ জন আটক