হোম > সারা দেশ > চট্টগ্রাম

চউক ও চসিকের মধ্যে বিরোধ সৃষ্টির অপপ্রয়াস চলছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এই সরকারি দুই সংস্থার মধ্যে বিরোধ সৃষ্টির অপপ্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ জন্য চউকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে দায়ী করে তিনি বলেন, চউকের একজন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আমাদের প্রতি দোষারোপ করে যে সকল কথা গণমাধ্যমে বলছেন তা আন্ত: সংস্থা বিরোধ সৃষ্টি করার অপপ্রয়াস। এ কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই প্রশ্ন জাগে ওই প্রকৌশলী কার এজেন্ডা বাস্তবায়ন করছেন।

আজ বুধবার নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ পরিষদের অষ্টম সাধারণ সভায় এসব মন্তব্য করেন তিনি। 

এ সময় চসিক মেয়র বলেন, প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও দীর্ঘসূত্রতার কারণে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কষ্ট পেলেও তা লাঘবে আমার ক্ষমতা খুবই সীমিত। এ ক্ষেত্রে সেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধনের নেতৃত্ব চসিক মেয়রকে দেওয়া হলে অনেক কিছুরই সমাধান হবে বলে আমি মনে করি। এ জন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। 

সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে জনভোগান্তিগুলোকে চিহ্নিত করে তা সমাধানে চসিক ও চউক প্রকৌশলী পর্যায়ে একটি তদারকি কমিটি গঠিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই কমিটি সরেজমিনে গিয়ে সমস্যা শনাক্ত করলেও বাস্তব ক্ষেত্রে সমাধানের কোনো প্রতিফলন দেখা যায়নি। 

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকসহ চসিক কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক আলহাজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন