হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. সাব্বির আহম্মেদ শুভ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী ও বরিশাল জেলার মুলাদী থানার টোংচর গ্রামের স্থানীয় বাসিন্দা জিহাদের ছেলে। 

শুভর বাবা জিহাদ জানান, ফরিদগঞ্জ বাজারে হাজি নান্না বিরিয়ানি নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তিনি। ব্যবসার সুবাদে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরে দেখেন শুভর কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। দীর্ঘ সময় ডাকাডাকি করে দরজা না খোলায় প্রতিবেশীদের সহায়তায় ভেঙে শুভর কক্ষে ঢোকেন। দেখেন তাঁর ছেলে জানালার গ্রিলের সঙ্গে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে আমার ছেলের মরদেহ বরিশালের মুলাদী থানার টোংচর গ্রামে আমার পৈতৃক বাড়িতে দাফনের জন্য নিয়ে আসছি।’ 

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, শুভর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাতপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন