Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

হারানো ঐতিহ্য ফেরাতে ব্রাহ্মণপাড়ায় ঘুড়ি উৎসব

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

হারানো ঐতিহ্য ফেরাতে ব্রাহ্মণপাড়ায় ঘুড়ি উৎসব

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবহমান গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। গতকাল রোববার বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা (পশ্চিমপাড়া) গ্রামে বেড়াখলা তারুণ্যের আলো ছাত্র ও জনকল্যাণ সংগঠনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

‘রঙিন ঘুড়ির আহ্বানে জেগে উঠুক সম্প্রীতি, বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি’—এ স্লোগানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন এ উৎসবের উদ্বোধন করেন। এতে জেলা আইসিটি ফোরামের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ ঘুড়ি উৎসব উপভোগ করেন। এ সময় শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন উৎসবে। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল পঙ্খিরাজ, সাইকেল, ড্রাগন, উড়ো জাহাজ, হেলিকপ্টার, বাংলাদেশ বিমান, ঢাউশ, পত্তন, নব কোঠা, ইগল, প্রজাপতি ও নান আকৃতির লেজযুক্ত ঘুড়ি।

এ উৎসবে প্রতিযোগীদের মধ্যে ওই দিন সন্ধ্যায় অতিথিগণ পুরস্কার বিতরণের মাধ্যমে এর সমাপ্ত হয়।

ব্রাহ্মণপাড়ায় পয়লা বৈশাখে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাকির আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. শাকিরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের ডিভিশনাল ম্যানেজার মো. জাকির হোসেন, সাবেক প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সাবেক পুলিশ সদস্য মোসলেম উদ্দিন, সমাজসেবক শাহজাহান ডিলার, সাবেক প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক সাইফুল আলম সোহরাব বিএসসি, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

টেকনাফে ‘মাদকাসক্ত’ ভাশুরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

গতি আনতে তিন কাজ মিলিয়ে একটি প্রকল্প

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না: মাহফুজ আলম

চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ১০

সিগারেট পানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

সেই জাঙ্গালিয়ায় এক দিনের ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনা, ৭ লাশ উদ্ধার