ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবহমান গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। গতকাল রোববার বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা (পশ্চিমপাড়া) গ্রামে বেড়াখলা তারুণ্যের আলো ছাত্র ও জনকল্যাণ সংগঠনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
‘রঙিন ঘুড়ির আহ্বানে জেগে উঠুক সম্প্রীতি, বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি’—এ স্লোগানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন এ উৎসবের উদ্বোধন করেন। এতে জেলা আইসিটি ফোরামের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ ঘুড়ি উৎসব উপভোগ করেন। এ সময় শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন উৎসবে। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল পঙ্খিরাজ, সাইকেল, ড্রাগন, উড়ো জাহাজ, হেলিকপ্টার, বাংলাদেশ বিমান, ঢাউশ, পত্তন, নব কোঠা, ইগল, প্রজাপতি ও নান আকৃতির লেজযুক্ত ঘুড়ি।
এ উৎসবে প্রতিযোগীদের মধ্যে ওই দিন সন্ধ্যায় অতিথিগণ পুরস্কার বিতরণের মাধ্যমে এর সমাপ্ত হয়।