হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় যুবককে হত্যা, আহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাণিজ্য মেলার স্টল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ সময় মোবারক (২৭) নামে আরও একজন আহত হয়েছেন। 

নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মোবারক তাঁর খালাতো ভাই। মোবারক কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, মঈনুদ্দিন ও তাঁর খালাতো বোন পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসিয়েছেন। স্থানীয় আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবু দোকান বসানোকে কেন্দ্র করে তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করেন। কিন্তু তাঁরা চাঁদা দিতে রাজি হননি। 

এরই জেরে আজ ভোরে ঢাকা থেকে মালামাল নিয়ে খালার বাসায় যাওয়ার সময় বাবু মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে বাঁচাতে গেলে মোবারককেও ছুরিকাঘাত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত মোবারক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু অভিযুক্তদের কাউকে পায়নি। ঘটনার সঙ্গে জড়িত বাবু ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

দাউদকান্দিতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

খাজনার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

চট্টগ্রামে সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

সেকশন