রাঙামাটির কাপ্তাই হ্রদে চাঁদার দাবিতে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে জেলা সদরের বালুখালী ইউনিয়নের কাইন্দামুখ এলাকায় এই ঘটনা ঘটে। নৌকায় ছয়জন পর্যটক ছিলেন। তাঁদের কোনো ক্ষতি হয়নি।
দুর্বৃত্তের আগুনে নৌকা পুড়ে যাওয়ার ঘটনাটির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।
নৌকায় থাকা এক পর্যটক বলেন, ‘সকালে সুবলং ঝরনায় যাওয়ার পথে কাইন্দামুখ এলাকায় পৌঁছালে অস্ত্রধারীরা আমাদের বোট থামায়। তারা সবার মোবাইল ফোন নিয়ে আমাদের বোট থেকে নামিয়ে দেয়। পরে বোটে আগুন ধরিয়ে দেয়।’
নৌকার চালক গিয়াস বলেন, ‘পর্যটকদের নামিয়ে বোটসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে গিয়ে বোটটি জ্বালিয়ে দেয়। পরে অন্য আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়।’
নৌকার চালক জানান, দুর্বৃত্তরা পাঁচজন ছিলেন। তাঁদের সবার হাতে অস্ত্র ছিল। চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোনো পর্যটকবাহী নৌকা সুবলং নিয়ে যেতে নিষেধ করেছে।
ওসি আরিফুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোট ও অক্ষত অবস্থায় পর্যটকদের উদ্ধার করে থানায় আনে। ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন আছে। সম্ভাব্য এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করছে।