দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ২০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছে ১৪টি পরিবার। তাদের ঘরে রক্ষিত বিভিন্ন আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের উত্তরপাড়ায় আবুল হোসেন সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।
প্রথমে এলাকাবাসী ও পরে পাশের উপজেলা মুরাদনগর থেকে আসা ফায়ার সার্ভিস দলের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার, দেবিদ্বার থানার ওসি মো.আরিফুর রহমান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুসহ আওয়ামী লীগের নেতারা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সরকারি সহযোগিতাসহ ব্যক্তি উদ্যোগে বসতঘর নির্মাণ করার আশ্বাস দেন।
ওসি মো. আরিফুর রহমান বলেন, `শর্ট সার্কিটের কারণে আগুন লেগে প্রায় ২০ ঘর পুড়ে যায়। আমিসহ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি।'
উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।