হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে ১৪টি পরিবারের ঘর পুড়ে ছাই

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে ২০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছে ১৪টি পরিবার। তাদের ঘরে রক্ষিত বিভিন্ন আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের উত্তরপাড়ায় আবুল হোসেন সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রথমে এলাকাবাসী ও পরে পাশের উপজেলা মুরাদনগর থেকে আসা ফায়ার সার্ভিস দলের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার, দেবিদ্বার থানার ওসি মো.আরিফুর রহমান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুসহ আওয়ামী লীগের নেতারা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সরকারি সহযোগিতাসহ ব্যক্তি উদ্যোগে বসতঘর নির্মাণ করার আশ্বাস দেন। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাজু মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুড়ে যায় পাশাপাশি থাকা ২০টি বসতঘর। আগুনে প্রতিটি পরিবারের ধান, চাল, অন্যান্য ফসলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

ওসি মো. আরিফুর রহমান বলেন, `শর্ট সার্কিটের কারণে আগুন লেগে প্রায় ২০ ঘর পুড়ে যায়। আমিসহ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি।'

উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

সেকশন