হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ যুবকের

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। পুলিশ তাঁকে নিয়ে উদ্ধার করে স্ত্রীর মরদেহ। আজ বুধবার সকালে থানায় আত্মসমর্পণ করেন স্বামী আক্কাস আলী রনি (২৫)। তাঁর স্ত্রীর নাম সিনথিয়া ইসলাম খুশবু (২৪)। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

আক্কাস আলী রনি ও সিনথিয়া ইসলাম খুশবুর বাড়ি ভোলায়। তবে দুজনের পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তাঁরা সম্প্রতি বিয়ে করে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাস করছিলেন। পৌর শহরে ব্যবসা করতেন রনি। 

পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে আক্কাস আলী রনিকে সোনাগাজী মডেল থানায় এসে ঘোরাঘুরি করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্য কেন এসেছেন জিজ্ঞেস করলে জানান, স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এসেছেন। পরে আক্কাসের দেওয়া তথ্যে তাঁকে নিয়ে পুলিশের একটি টিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের ভাড়া বাসায় গিয়ে সিনথিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তখন মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আটক করা হয় আক্কাস আলীকে। 

স্থানীয় কাউন্সিলর নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা লোকজনের কাছে শুনছি তাদের পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। দুজনই প্রেম করে বিয়ে করেছে। পরিবারের অমতে বিয়ে করায় এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের পরিবার চলছে। হয়তো অভাব-অনটনের কারণে ঝগড়াঝাঁটি থেকে এমনটি করেছে।’ 

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, ‘সকাল ৭টা ২০ মিনিটের সময় এক যুবক থানায় এসে তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বললে তাঁকে নিয়ে একটি টিম ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিজের স্বীকারোক্তি অনুযায়ী ওই যুবককে আটক করা হয়েছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন