Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির সাহেবেরা নকল করতে ওস্তাদ: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিএনপির সাহেবেরা নকল করতে ওস্তাদ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সাহেবেরা কিছুই করতে পারেন না, তারা নকল করতে ওস্তাদ।

আজ সোমবার বিকেলে মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব যখন নির্বাচন করেন তখন একটি ইংরেজি স্লোগান দিয়েছেন “টেক ব্যাক আমেরিকা”। আমাদের বিএনপির সাহেবেরা, উনারা কিন্তু নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ।’

এ সময় আইনমন্ত্রী হাস্যরস করে বলেন, যুক্তরাষ্ট্রের বাইডেনের স্লোগান নকল করে এখন বিএনপি সাহেবেরা বলছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। এখন কিন্তু উনারা বলে না বিল্ড বেটার। বিএনপি ওই বক্তব্য নকল করে ‘টেক ব্যাক আমেরিকার পরিবর্তন করে ‘টেক ব্যাক বাংলাদেশ বলে স্লোগান তুলছে’।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাইডেন কিন্তু বিল্ড বেটারও বলেছিলেন, ‘বিএনপির সাহেবেরা কিন্তু টেক ব্যাক বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ, যা হাস্যকর বটে।’

বিএনপিকে উদ্দেশে তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এক ইঞ্চি তারতম্য ঘটবে না।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানি, জেলা পরিষদের সদস্য এম এ আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার