হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে যুবকের লাশ উদ্ধার, বড় ভাই আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই রমজান আলীকে আটক করা হয়েছে। আজ শনিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামের বশির আহাম্মদের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই রমজানকে ঢালুয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।’

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, চার ভাই ও দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট। কোনো ভাই-বোন মা-বাবাকে দেখাশোনা করেন না। সকালে খাওয়া দাওয়া নিয়ে তাঁদের মায়ের সঙ্গে রমজানের ঝগড়া হয়। এতে বাধা দেন দেলোয়ার। একপর্যায়ে দেলোয়ার লাঠি দিয়ে আঘাত করলে রমজানের হাতে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দেলোয়ার। আহতাবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মালেকা বানু জানান, সকালে তাঁর সঙ্গে বড় ছেলে রমজান ঝগড়া করেন। এ সময় রমজান ছুরি হাতে তাঁকে আঘাত করার চেষ্টা করেন। ঘটনাটি দেখে ঘর থেকে দৌড়ে এসে রমজানকে লাঠি দিয়ে আঘাত করেন দেলোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করলে দেলোয়ার মাটিয়ে লুটিয়ে পড়েন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ