হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বিভিন্ন স্থানে সংঘর্ষ, ইউনিয়ন পরিষদ ভবনে আগুন

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় সুন্দলপুর ইউনিয়ন পরিষদ ভবন ও ইলিয়টগঞ্জের পুরাতন পুলিশ ফাঁড়ির পাশাপাশি পুলিশের দুটি গাড়িসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে পুলিশের।

কুমিল্লার ইলিয়টগঞ্জে সকালে হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি প্রাইভেটকার ও রেকারে আগুন দেওয়া হয়। এ সময় পুরাতন ফাঁড়িতে আগুন দেওয়া হয় এবং দাউদকান্দি হাইওয়ে পুলিশের থানা ঘেরাও করা রাখা হয়। 

এ ছাড়া দাউদকান্দি সকালে সুন্দলপুর ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি অটোরিকশা ও ৬টি মোটরসাইকেল। এ সময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী আহত হন। 

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকা থেকে একটি মিছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আলেকারচর এলাকা অবরোধ করে। আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয় কোটবাড়ি ও আমতলী মহাসড়ক এলাকায়। 

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল ইসলাম বলেন, ‘আমাদের পুরাতন পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। নতুন ফাঁড়িতে তালা দিয়ে আমাদের অবরুদ্ধ করা হয়েছে। আগুন দেওয়া হয় একটি প্রাইভেটকার ও একটি রেকারে।’

এ ছাড়া কুমিল্লা বিভিন্ন উপজেলার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়। 

সুন্দলপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী বলেন, ‘আন্দোলনকারীরা আমাদের ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে। এ সময় আমিসহ কয়েকজন আহত হই। আমাদের নেতা–কর্মীদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার