Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বিভিন্ন স্থানে সংঘর্ষ, ইউনিয়ন পরিষদ ভবনে আগুন

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লায় বিভিন্ন স্থানে সংঘর্ষ, ইউনিয়ন পরিষদ ভবনে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় সুন্দলপুর ইউনিয়ন পরিষদ ভবন ও ইলিয়টগঞ্জের পুরাতন পুলিশ ফাঁড়ির পাশাপাশি পুলিশের দুটি গাড়িসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে পুলিশের।

কুমিল্লার ইলিয়টগঞ্জে সকালে হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি প্রাইভেটকার ও রেকারে আগুন দেওয়া হয়। এ সময় পুরাতন ফাঁড়িতে আগুন দেওয়া হয় এবং দাউদকান্দি হাইওয়ে পুলিশের থানা ঘেরাও করা রাখা হয়। 

এ ছাড়া দাউদকান্দি সকালে সুন্দলপুর ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি অটোরিকশা ও ৬টি মোটরসাইকেল। এ সময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী আহত হন। 

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকা থেকে একটি মিছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আলেকারচর এলাকা অবরোধ করে। আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয় কোটবাড়ি ও আমতলী মহাসড়ক এলাকায়। 

অবরোধে আন্দোলনকারীরা পুলিশের দুটি গাড়িসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল ইসলাম বলেন, ‘আমাদের পুরাতন পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। নতুন ফাঁড়িতে তালা দিয়ে আমাদের অবরুদ্ধ করা হয়েছে। আগুন দেওয়া হয় একটি প্রাইভেটকার ও একটি রেকারে।’

এ ছাড়া কুমিল্লা বিভিন্ন উপজেলার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়। 

সুন্দলপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী বলেন, ‘আন্দোলনকারীরা আমাদের ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে। এ সময় আমিসহ কয়েকজন আহত হই। আমাদের নেতা–কর্মীদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।’

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু