Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ ধরার নৌকায় ১৫ লাখ ইয়াবা: ১১ জনের ১৫ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাছ ধরার নৌকায় ১৫ লাখ ইয়াবা: ১১ জনের ১৫ বছরের জেল

চট্টগ্রামে মাছ ধরার নৌকা থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় ১১ জনকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।

মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ এই তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. হাসেম (১৯), মো. ছাদেক (২৫), খায়রুল আমিন (২০), মো. জাফর (৩০), মো. খোকন (২৫), মো. ইসমাইল (২০), আনিসুর রহমান (১৮), আব্দুল খালেক (২০), সাদ্দাম হোসেন (১৯), নুর আলম (২৫) ও মো. সেলিম ওরফে মলয় (২০)।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৭ সালে ২৩ জুন পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করে র‍্যাব। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ছিল প্রায় ৭৫ কোটি টাকা। এ ঘটনায় পরদিন র‍্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. ময়নাল হক বাদী হয়ে পলাতক আরেকজনসহ ১৩ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন।

একই বছরের ৩১ অক্টোবর ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। এ সময় নিহত হওয়ায় মো. ফারুককে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। তা ছাড়া মামলার বিচার চলাকালে নজির আহমদ নামের এক আসামি মারা যান।

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ

অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব বেশি

টিসিবির পণ্যবঞ্চিত ১৬ হাজার পরিবার