হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

তীর্থ বিশ্বাস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে জিলংয়ের হ্যামিলটন হাইওয়েসংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তীর্থ বিশ্বাস (২৮)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকার চন্দন বিশ্বাসের ছেলে। পরিবারের সবাই চট্টগ্রাম শহরের রহমতগঞ্জে থাকেন। চন্দন বিশ্বাস চট্টগ্রাম জেলা বার সমিতির সদস্য।

পরিবার সূত্রে জানা গেছে, ডেকিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তীর্থ জিলংয়ের নর্লেন এলাকায় থাকতেন। তিনি এক বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান। তাঁর স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় পৌঁছান। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ড্যাশ ক্যাম (গাড়ির ভিডিও রেকর্ডার) ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তীর্থের চাচা কাঞ্চন বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে হারিয়ে এখন আমরা নিঃস্ব। সড়ক দুর্ঘটনায় সে চলে গেল।’

তীর্থের খালু অনির্বাণ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, গত বছরের ২৩ জানুয়ারি তীর্থ বিয়ে করেন। স্বামী-স্ত্রী পড়াশোনার পাশাপাশি একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন। রোববার অস্ট্রেলিয়ার সময় রাত ৮টায় দিকে অফিস শেষে নিজের গাড়িতে করে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তীর্থ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরিবারের বড় ছেলেকে হারিয়ে মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। আইনিপ্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের মধ্যে তীর্থের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ