সন্দ্বীপ চ্যানেল থেকে সাত জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সন্তোষপুর, বাউরিয়া, মগধরা ইউনিয়নের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ছয়টিই শিশু। আর একজন চল্লিশোর্ধ পুরুষ রয়েছেন।
সন্দ্বীপ থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ হাবিব লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশগুলো রোহিঙ্গাদের বলে নিশ্চিত হওয়া গেছে। ভাসানচর পাঠানোর জন্য লাশগুলোকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
গত শক্রবার ভাসানচর থেকে চট্টগ্রাম পালিয়ে আসার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় অর্ধ শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানা গেছে। এরই মধ্যে ১০টি লাশ উদ্ধার হয়েছে।