চট্টগ্রামের আনোয়ারায় কীটনাশক খেয়ে অসুস্থ হওয়া এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর মারা গেছে। মৃত শিক্ষার্থী মোহাম্মদ ফোরকান (১৭) বাঁশখালী উপজেলার সরল গ্রামের বদিউল আলমের ছেলে এবং আনোয়ারার রায়পুর আরাবিয়া খাইরিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
গতকাল মঙ্গলবার ভোররাত ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা মুন্সি আলম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করলে পুলিশ মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলামকে (৩২) আটক করে।
শিক্ষার্থীর লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী মুন্সি আলম।
মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ সুহেল সালেহ্ জানান, ফোরকান কয়েক মাস আগে মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিকে থাকত। ২ ফেব্রুয়ারি আবাসিকের অন্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনলে শিক্ষকেরা তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সে বাড়ি ফিরে যায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীর মৃত্যু দুঃখজনক, তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এতে কোনোভাবেই দায়ী নয়। কিছু লোক মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত এক শিক্ষককে আটক করা হয়েছে।