আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার পৌর শহরের দেবগ্রাম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পুকুর থেকে ব্যালট বাক্সটি উদ্ধার করে।
জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা ও তাঁর ছোট ভাই শাহীন মোল্লা লোকজন নিয়ে দেবগ্রামে কেন্দ্রে ঢুকে একটি ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে তাঁরা পার্শ্ববর্তী পুকুরে ব্যালট বাক্সটি ফেলে দেন। পরে পুলিশ পুকুর থেকে ভাসমান অবস্থায় ব্যালট বাক্সটি উদ্ধার করে।