কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুত করার দায়ে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার বদরখালী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ছিলেন থানা-পুলিশ ও আনসার।
অভিযানে বদরখালী বাজারের জসিম উদ্দিন ও শহীদুল ইসলাম নামের দুজন ব্যবসায়ীর দোকান থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর দোকান থেকে আনুমানিক ২০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী ২টি মামলায় ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’