নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বিভিন্ন স্থানে আগামীকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামপুর বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনে মইন্যা পাড়া, বন্দর পুনর্বাসন আবাসিক এলাকা, নতুন পাড়া, আব্বাস পাড়া (আংশিক), সুন্দরী পাড়া, পূর্ব সুন্দরী পাড়া, সিএসডি গোডাউন, মহিলা পলিটেকনিক, শারীরিক শিক্ষা কলেজ, বড়পোল, জি-ব্লক, হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুল ও পরিচালক, বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একইদিন মোহরা বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনে মদুনাঘাট, পূর্ব শিকারপুর, দক্ষিণ মাদার্সা, চিনার পোল রহমানিয়া সেতু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।