চাঁদপুরের হাইমচর উপজেলায় নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ শিকার করায় ১৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ইলিশ ধরার সময় তাঁদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল। এতে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নীলকমল নৌ-পুলিশ।
আজ রোববার দুপুরে এসব তথ্য জানান হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।
তিনি বলেন, আটক জেলেদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে জব্দ করা দুটি নৌকা কোস্টগার্ড হেফাজতে নেওয়া হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর উপস্থিতিতে জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ২৫ কেজি ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত। মা ইলিশ যারা নিধন করবে তাদের সঙ্গে কোনো আপস নেই।’