পর্যটকদের রাঙামাটি ভ্রমণে বিরত থাকতে বলেছে প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৮: ২০

পার্বত্য জেলা রাঙামাটি ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে প্রশাসন। আজ রোববার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শামিম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকগণকে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙামাটি জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু হলে পরদিন (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে পাহাড়ি অধ্যুষিত বাজারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে পাহাড়িরা বিক্ষোভ করলে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। 

এতে অনিক কুমার চাকমা নামে একজন কলেজছাত্রের মৃত্যু হয়। আহত হন অর্ধ শতাধিক। আগুন দেওয়া হয় আঞ্চলিক পরিষদসহ পাহাড়িদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ

আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ড-মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১