চট্টগ্রামে গাড়ির ফিটনেস না থাকাসহ বিভিন্ন অভিযোগে ১৮টি যানবাহনকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না।
এ সময় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একই অভিযানে ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না থাকায় একটি করে বাস, অ্যাম্বুলেন্স ও পাঁচটি সিএনজি অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।’