হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরের মেঘলা পর্যটনকেন্দ্রে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার তাঁদের জেলা শহরের মেঘলা পর্যটন এলাকার চাকমাপাড়ার মিলন চাকমার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলের কাগজপত্র, মানিব্যাগ, ধারালো কাঁচি ও দা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন আব্দুর রহমান (২৮) ও মহিউদ্দিন (২২)। তাঁরা জেলা শহরের হাফেজঘোনা ও চাকমাপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, এ ঘটনায় বান্দরবান সদর থানায় পর্যটকের স্ত্রী রিতু আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার, টাকা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত আছে। 

জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা দল ঘটনার পরপর জড়িতদের ধরতে অভিযানে নামে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

গত ১৮ ডিসেম্বর বিকেলে মেঘলা পর্যটনকেন্দ্রের কেব্‌ল কার পয়েন্টের ওপরের দোকানঘর এলাকায় পর্যটক তসলিম উদ্দিনকে (২৫) পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন