কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের কুমিল্লা হাসানপুর রেলস্টেশনে সংঘটিত রেল দুর্ঘটনার উদ্ধারকাজ এখনও চলছে।
গতকাল রাতেই লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্টেশনের ডাউন মেইন লাইনে পড়ে থাকা বগি সরিয়ে নিলে ওই লাইনটি ট্রেন চলাচলের উপযোগী হয়। এতে করে ওই সড়কের বিভিন্ন স্টেশনে আটকাপড়া ট্রেনগুলো ক্রমান্বয়ে গন্তব্যে যায়। রেললাইনের পাশে পড়ে থাকা বগিগুলো উঠিয়ে সড়কে রাখা এবং আপ লাইনে পড়ে থাকা বগি সরানোর কাজ চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রেন এক্সামিনার এসএম আক্তার হোসেন এবং হাসানপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মং মারমা।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়।