হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড-অস্ত্রসহ ৯ মামলার আসামি আরসা সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অস্ত্রসহ আটক আরসার সদস্য সৈয়দুল আমিন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্য সৈয়দুল আমিনকে (২৪) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে দুটি অত্যাধুনিক সামরিক হ্যান্ড গ্রেনেড, একটি দেশে তৈরি শটগান ও চার রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এম-১৭ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সৈয়দুল আমিন একই ক্যাম্পের এল-১৮ ব্লকের বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এম-১৭ ব্লকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যরা অবস্থান করছে এ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আরসার শীর্ষ সদস্য সৈয়দুল আমিনকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও প্যান্টের পকেটে থাকা দুইটি অত্যাধুনিক সামরিক হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।’

খন্দকার ফজলে রাব্বী বলেন, আটক আসামি সৈয়দুল আমিনের বিরুদ্ধে সাতটি হত্যা ও দুটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে সোমবার বিকেলে একই রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান এবং এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ছাড়া শুক্রবার রাতে উপজেলার পালংখালী বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবির-সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯টি অত্যাধুনিক সামরিক গ্রেনেড উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে চারটি আরজেস হ্যান্ড গ্রেনেড ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ‘উদ্ধার হওয়া গ্রেনেডগুলো কীভাবে এল, কারা এর পেছনে জড়িত, সে রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন