নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে বহুল কাঙ্ক্ষিত কক্সবাজার-দোহাজারী রেললাইন প্রকল্পের উদ্বোধনের দিন। ১২ নভেম্বরের পরিবর্তে আগামী ১১ নভেম্বর উদ্বোধন করা হবে এই রেললাইন।
আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌলা খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সময় এক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে ১১ নভেম্বর লিখে বিভিন্ন প্রস্তুতিও তৈরি করা হয়েছে।
এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ১২ নভেম্বর উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
রেলওয়ে সূত্র বলছে, উদ্বোধনের পর এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে ১ ডিসেম্বর। ইতিমধ্যে ঢাকা থেকে কক্সবাজার পথে ভাড়া প্রস্তাব করা হয়েছে। এই পথে নন-এসি অর্থাৎ শোভন চেয়ারে ৫১৫ টাকা ও এসি সিটে ৯৮৪ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এসি সিটে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। ভ্যাটসহ এসি কেবিনে ১ হাজার ৩৬৩ ও এসি বার্থে ভাড়া পড়বে ২ হাজার ৩৬ টাকা।