হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে খুনের পর লাশ গুমের ঘটনার মামলায় এক ঠিকাদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান (৪০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় থাকতেন তিনি। খালাস পাওয়া আরেক আসামি হলেন আব্দুর রহমানের কর্মচারী নাছির উদ্দিন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুর রহমানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে খুনের পর লাশ গুমের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি নাছির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১৫ অক্টোবর বিকেলে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়সংলগ্ন আলিফ গলি এলাকা থেকে বিজয় কুমার বিশ্বাস নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় মামলা করেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ