নোয়াখালী হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কবির ও সাহারাজ নামে দুই দস্যু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বিচ্ছিন্ন চর চরগাসীয়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৫ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই দস্যু হলেন—ফখরুল গ্রুপের কবির ও সাহারাজ। তাঁদের বাড়ি চরগাসীয়ায়।
হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল জানান, চরগাসীয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। সংঘর্ষে দুই জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। এ সময় তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি,৬টি রামদা ও ৬টি লোহার রডসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটক সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।