Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ১২ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ১২ 

নোয়াখালীর সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার স্বজন ও সহযোগীরা। এ সময় পুলিশের এক কর্মকর্তা আহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। 

হামলায় আহত সুধারাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রবকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মতিনকে (৩৫) সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করেন সুধারাম থানার এএসআই আবদুর রব। আসামি মতিন আণ্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক বকসির ছেলে। তাঁকে গ্রেপ্তারের খবরে মুহূর্তের মধ্যে আজিজুল হকের অন্য ছেলেরা এবং তাদের সহযোগীরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা এ সময় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে যায়। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, এ ঘটনার পর আহত পুলিশ কর্মকর্তা মোবাইল ফোনে ঘটনাটি থানায় জানালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশ এ সময় হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া আসামি মতিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিকেলে সাবেক চেয়ারম্যান আজিজুল হক বকসিকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, মঙ্গলবার দুপুরে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন এএসআই আবদুর রব। এ সময় আসামির পরিবারের সদস্য ও সহযোগীরা হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নোয়াখালীতে কলেজছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে সড়ক অবরোধ

দরজিপাড়ায় ঈদের ব্যস্ততা

চট্টগ্রামে আরও ৪১ জন গ্রেপ্তার

শাহ আমানতে সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে, সেই ছাত্রদল নেতা কারাগারে

হাটবাজারের ইজারা নিয়ে নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে ছুরিকাঘাতে খুন

বান্দরবানে রিসোর্টে গৃহবধূকে গণধর্ষণ, স্বামীসহ আটক ২

লক্ষ্মীপুরে দিনের বেলায় পানাহার করায় কান ধরে ওঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

মুয়াজ্জিনকে তুলে নিয়ে ‘পায়ে গুলি’, ১০ বছর পর ওসিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা