হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে ২ অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে দ্রুতগতির দুই অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ আলী (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরজব্বার-সোনাপুর সড়কের সুলতাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক আক্তার হোসেনকে (২৫) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয়রা। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ভূঁইয়া এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

নিহত মাদ্রাসাশিক্ষার্থী হলেন সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক এলাকার মো. ফয়েজ উল্লাহর ছেলে। তিনি চাঁদপুর জেলার জামিয়া হাবিবিয়া কওমি মাদ্রাসার মেসকাত জামাতের শিক্ষার্থী। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী চাঁদপুরে ঈদ করে গতকাল বিকেলে বাড়ি ফিরছিলেন। নোয়াখালী সদরের সোনাপুরে এসে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে সোনাপুর-চরজব্বার সড়কে সুলতাননগর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলী পায়ে, মাথা ও মুখে গুরুতর আঘাত পান। 

স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে গতকাল রাত ৮টার দিকে তিনি মারা যান। স্থানীয় লোকজন সিএনজি অটোরিকশা ও এর চালককে আটক করে চরজব্বার থানার পুলিশের হাতে দিয়েছেন এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক পালিয়ে যান। 

ওসি কাউসার আলম ভূঁইয়া বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশার চালক আক্তার হোসেনকে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয়রা। তবে ব্যাটারিচালিত অটোরিকশার চালক পালিয়ে যান। নিহতের বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। লাশ ময়নাতদন্তে জন্যে আজ বুধবার সকালে নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আটক চালককে আদালতে নেওয়া হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন