ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের বকুনি খেয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন দুই কিশোর–তরুণী। গতকাল রোববার (১০ নভেম্বর) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই ও শিদলাই ৬ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে চিকিৎসা নিতে আসা কিশোরী (১৬) উত্তর শিদলাই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে সন্ধ্যায় চিকিৎসা নিতে আসা তরুণী (২১) ওই শিদলাই ৬ ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিকেলে চিকিৎসা নিতে আসা কিশোরীর চাচাতো ভাই ইমন মিয়া জানান, মা পড়াশোনা নিয়ে তাকে বকাঝকা করে। এরপর বিকেলে সে পরিবারের লোকজনের অগোচরে কীটনাশক পান করে। ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে এলে তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সন্ধ্যায় চিকিৎসা নিতে আসা তরুণীর ফুপু দেলোয়ারা বেগম জানান, কলেজ থেকে দেরি করে বাড়ি ফেরায় মা তাঁকে বকাঝকা করেন। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করেন। বুঝতে পেরে স্বজনেরা তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার কলি বলেন, উপজেলার শিদলাই এলাকার কীটনাশক পান করা দুই শিক্ষার্থীকে স্বজনেরা নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।