Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় দুই স্কুলছাত্রসহ নিহত ৩, আহত ১১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় দুই স্কুলছাত্রসহ নিহত ৩, আহত ১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। সেই সঙ্গে ওই পিকআপ ভ্যানে থাকা ১১ জন স্কুলছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

আজ রোববার বিকেল ৪টার দিকে কুমিল্লা সদরের লালবাগ এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। ১৬ জন কিশোর ফুটবল খেলোয়াড় বহনকারী পিকআপ ভ্যানটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। পিকআপে থাকা সবাই স্কুলছাত্র। 

এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক মো. মোর্শেদ (৩০), লালবাগ হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্র মো. শাহিন ও নবম শ্রেণির ছাত্র ফয়সাল। হতাহতরা উপজেলার যুগপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 
 
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আজ বিকেল ৪টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ ঢাকা-চট্টগ্রাম লেনে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফুটবল খেলার উদ্দেশ্যে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিল। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিকআপটিকে চাপা দেয়। এতে তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ১১ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতেরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনার পরপরই থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও সদর দক্ষিণ ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ক্রেন দিয়ে কাভার্ড ভ্যান সরিয়ে খেলোয়াড়দের উদ্ধার করা হয়। পাঁচটি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনার ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত তিনজন মারা গেছে বলে জানা গেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।’ 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘এই হাসপাতালে আনার পর একজন মারা গেছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। আর বাকিরা চিকিৎসাধীন আছে।’

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার