হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল (৬৫) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ক্ষেত্রবাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত সন্তোষ কুমার শীল ওই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে সন্তোষ কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশেই তাঁর বাড়ি। রাত ১১টার দিকে মোবাইল ফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বিলের ধারে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘সবাই ভেবেছিল হৃৎক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। কিন্তু পরে দেখা গেল, তাঁর পিঠের ওপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাঁকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন