হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল (৬৫) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ক্ষেত্রবাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত সন্তোষ কুমার শীল ওই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে সন্তোষ কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশেই তাঁর বাড়ি। রাত ১১টার দিকে মোবাইল ফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বিলের ধারে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘সবাই ভেবেছিল হৃৎক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। কিন্তু পরে দেখা গেল, তাঁর পিঠের ওপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাঁকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ