রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোমং মারমাকে গুলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিনি গুলিবিদ্ধ হন।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার বড়তলি ইউনিয়নের বড়থলি মারমাপাড়ায় চেয়ারম্যান আতোমং মারমা চাচার বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে তিনি উঠানে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। তিনি হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ আতোমং মারমাকে উদ্ধার করে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে পাশের উপজেলা বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
বিলাইছড়ি থানার ওসি আক্তার হোসেন আরও বলেন, বড়থলি ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।