হোম > সারা দেশ > চট্টগ্রাম

বরকলে জলকেলি উৎসবের মাধ্যমে সম্পন্ন হলো মাহা সাংগ্রাই

বরকল (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বরকলে তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই। আজ সোমবার সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।

এ ছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাঁস খেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।

বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি মংহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ–লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা।’ 

মো. মতিউল ইসলাম মণ্ডল আরও বলেন, ‘জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেছি। এ জন্য জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’ 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়। আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব। সকলেই এ উৎসব উপভোগ করেছেন।’ 

সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন, ‘প্রতি বছরের মতো এ বছর পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই। এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যাহত থাকে এ প্রত্যাশা রাখেন তিনি। 

এ সময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদ্‌যাপন কমিটির সদস্যসচিব কায়গ্রীন মারমা, সদস্য উজ্জ্বল ত্রিপুরা, সদস্য প্রুথোয়াই মারমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন