খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন।
অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. কবির হোসেন (৪১) নামে একজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬ (খ) ধারায় অপরাধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার।’