খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্গম বসালংপাড়ায় ছড়ায় গোসল করতে নেমে পানিতে ডুবে সহোদর মুন্নি ত্রিপুরা (৯) ও মনিকা ত্রিপুরার (৬) মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম বসালংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই বোন ওই এলাকার পাল কুমার ত্রিপুরার মেয়ে।
যোগ্যাছোলা ইউপির সদস্য সুমন্ত কান্তি চাকমা জানান, গতকাল দুপুরের পর দুই বোন বাড়ির পাশে বাঁধ দেওয়া পাহাড়ি ছড়ায় (ঝিরি) গোসলে নেমে ডুবে যায়। বেলা ৩টার দিকে প্রতিবেশী নিরঞ্জন চাকমা ওই জলাশয়ে গোসল করতে গেলে দুই বোনের লাশ ভাসতে দেখেন। পরে আশপাশের লোকজনদের সঙ্গে নিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
ইউপির সদস্য আরও জানান, শিশু দুটির মা ও বাবা জুমচাষের কাজে বাড়ির বাইরে ছিলেন। এলাকা দুর্গম ও পশ্চাৎপদ হওয়ায় বিষয়টি জানাজানি না করে আজ সকালে স্থানীয় শ্মশানে সৎকার করে।
ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন আজকের পত্রিকাকে জানান, বিষয়টি তাঁকে কেউ জানাননি।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, এমন মর্মান্তিক ঘটনার পরও বিষয়টি কেউই পুলিশকে জানায়নি।