হোম > সারা দেশ > চট্টগ্রাম

এস আলমসংশ্লিষ্ট ৩ ব্যাংক থেকে চাকরিচ্যুতদের মহাসড়ক অবরোধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে এস আলমসংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পথচারীরা ভোগান্তিতে পড়েন।

মহাসড়ক অবরোধের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করা হয়। অবরোধে অংশ নেন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের কর্মীরা।

অবরোধের ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচল করা বাসসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিক্ষোভের সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা কোনো যান চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারেনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধকারীদের সরিয়ে দিলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্প্রতি বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করা হয়েছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন