হোম > সারা দেশ > বান্দরবান

লামায় নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের তিন দিন পর মংম্রাছিং মার্মা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

আজ রোববার সকাল ৭টার দিকে নদীর বমু বিলছড়ি ব্রিজসংলগ্ন হাবিব সওদাগরের বাড়ির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গত শুক্রবার দুপুরে পূর্বপাড়া এলাকা থেকে নদী পারাপারের সময় নিখোঁজ হন মংম্রাছিং মার্মা। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের টেস্সর ঝিরি গ্রামের বাসিন্দা উথোয়াই প্রু মার্মার ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীর পূর্বপাড়া হয়ে সাঁতার কেটে বাড়িতে যাওয়ার সময় মংম্রাছিং পানির স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে মংম্রাছিং মার্মার মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানার পুলিশে হস্তান্তর করেন। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাস্থল চকরিয়া উপজেলায় হওয়ায় মরদেহ উদ্ধারের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি