হোম > সারা দেশ > কুমিল্লা

‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘শিক্ষা ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে দাঁড়াব। আমি সাঁতার জানি, কেউ ডুবে গেলে তাকে রক্ষা করার দায়িত্ব আমি নিব।’ মা বাবা দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে তাদের পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার চান্দিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বাধীনতা পদকপ্রাপ্ত এ চিকিৎসক বলেন, ‘পরীক্ষা মানেই হচ্ছে একটি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে হবে লেখা-পড়ার বিকল্প নেই। দেশ ও জাতির জন্য কাজ করার মানসিকতা নিয়ে যে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তার জীবনে সফলতা আসবেই।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক চুন্নি মিয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি