হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় অরক্ষিত ভবনের পিলার ধসে পড়ল টিনশেডের শ্রেণিকক্ষে, স্কুলছাত্র নিহত 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অরক্ষিত একটি নির্মাণাধীন ভবনের পিলার স্কুলের টিনশেড রুমে ধসে পড়ে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুলশিক্ষক।

কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী।

নিহত ছাত্রের নাম মো. সাইফুল ইসলাম সাগর (১০)। সে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় রিমালের ঝোড়ো বাতাসের মধ্যেই নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাততলা ভবনের নির্মাণের কাজ চলছিল। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধসে স্কুলের ক্লাস রুমের ওপর পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকেরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. অলী হোসেন বলেন, ‘আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি।’

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ বলেন, ‘নির্মাণাধীন সাততলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে  নির্মাণকাজ চলাকালে কোনো নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় একই স্কুলশিক্ষক আহত রয়েছে বলেও জেনেছি। ঘটনার সঙ্গে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন