হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্ৰামের বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) আর নেই। আজ শুক্রবার সন্ধ্যায় হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকেলে গ্ৰামের বাড়িতে হার্ট অ্যাটাক করলে রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার কলাগাছিয়া রফিকুল-ফারজানা ইসলাম উচ্চবিদ্যালয় থেকে গত ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন রফিকুল ইসলাম।