বিএনপি-জামায়াতের ডাকা সকাল–সন্ধ্যা হরতালে কোনো প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি।
আজ রোববার সরেজমিন গিয়ে দেখা যায়, সকালের দিকে অন্যান্য দিনের মতোই আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য দিনের মতোই কর্মচাঞ্চল্যে ব্যস্ত দেখা গেছে আখাউড়া স্থলবন্দরে।
বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম। তিনি বলেন, সারা দেশে দিনব্যাপী ডাকা আজকের হরতালের শুরুতে আখাউড়া স্থলবন্দররে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অন্যান্য দিনের মতোই আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মাহমুদ ভুইয়া জানান, সারা দেশে সকাল–সন্ধ্যা হরতালের যাত্রীদের কোনো প্রভাব পড়েনি। যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।