হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জ্বরের সিরাপ সেবনে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আশুগঞ্জে জ্বরের সিরাপ সেবন করে মো. ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতদের বাবার নাম ইসমাইল হোসেনের।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। জ্বর না কমায় সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে প্যারাসিটামল সিরাপ কিনে নিয়ে আসেন। রাত ৮টার দিকে ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে ৮টার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। একপর্যায়ে তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথেই প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়। 

এ বিষয়ে আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো. মিজান বলেন, ‘শিশু দুটির মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে সিরাপের বোতল উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা ফার্মেসি দোকান বন্ধ পাওয়া গেছে। দোকানের মালিক মাইনুদ্দিন পলাতক।’ 

আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ