কক্সবাজার প্রতিনিধি
পাহাড়ি ঝরনা দেখতে গিয়ে কক্সবাজারের টেকনাফে দুই সহোদরসহ তিনজন অপহরণের শিকার হন। ভুক্তভোগী দুই ভাইয়ের একজন পালিয়ে রক্ষা পেয়েছেন। দুজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এখনো যাঁরা অপহৃত রয়েছেন তাঁরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার মো. মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিদওয়ান (২২) ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার বাঘঘোনা এলাকার মৃত আবদুল মালেকের ছেলে রিদওয়ান (১৮)।
এদিকে অপহরণকারীদের মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পালিয়ে এসেছেন মোস্তাক আহমদের বড় ছেলে ও অপহরণের শিকার মোহাম্মদ রিদওয়ানের বড় ভাই মো. ফজলুল করিম রিয়াদ (৩৫)।
রিয়াদের বরাতে পুলিশ ও স্থানীয়রা বলছে, অপহৃত দুই সহোদরের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়া এলাকায় একটি দোকান আছে। স্থানীয় যুবক রিদওয়ান তাঁদের দোকানের কর্মচারী। গতকাল (শুক্রবার) বিকেলে তাঁরা তিনজন মিলে নোয়াখালিয়াপাড়ার বাঘঘোনা পাহাড়ি ঝরনা দেখতে যান। এ সময় মুখোশধারী চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করে। পরে তাঁদের গহিন পাহাড়ে নিয়ে যাওয়ার সময় ফজলুল করিম রিয়াদ পালিয়ে আসার চেষ্টা করলে অপহরণকারীরা তাঁকে মারধর করে। একপর্যায়ে অপহরণকারীদের কবল থেকে রিয়াদ কৌশলে পালিয়ে আসেন। তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অপহৃত দুজনকে উদ্ধারে অভিযান শুরু করেছে। গতকাল (শুক্রবার) থেকে গহিন পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত আছে। এখনো অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।’