হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ নিয়ে ছাত্রলীগের গুলি, ছাত্র-জনতা ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে পুলিশকেও যোগ দিতে দেখা গেছে। তাতে আন্দোলনকারী ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে।

আজ রোববার সকাল থেকে নিউমার্কেট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে ছাত্রলীগের এক নেতাকে গুলি ছুড়তে দেখা যায়। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. ফয়সাল। তিনি রিভলবার থেকে গুলি ছোড়েন। তাতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিন দেখা গেছে, আজ সকাল ৯টা থেকে নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। এর আগে একই জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে মাইক বসানো হয়। একপর্যায়ে সেসব মাইক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। আজ বেলা ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা ও সিটি কলেজের সড়ক থেকে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। সিটি কলেজের গলি থেকে আন্দোলনকারীদের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন ফয়সাল নামের ওই ছাত্রলীগ নেতা। একই সঙ্গে পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। বর্তমানে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। 

এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানা’র নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

আরও খবর পড়ুন:

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন