হোম > সারা দেশ > চট্টগ্রাম

বশির-ফারুকীর বিরুদ্ধে প্রতিবাদ সভার প্রস্তুতিকালে আটক ৬, পরে ছেড়ে দিল পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিবাদ সভার প্রস্তুতিকালে ৬ জনকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারে শিল্পপতি সেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তাঁদের অন্তর্ভুক্তির প্রতিবাদে আজ সোমবার চট্টগ্রামে ‘তাওহিদী ছাত্র জনতা’র ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভার প্রস্তুতিকালেই সেখান থেকে ৬ জনকে আটক করে পুলিশ। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বিকেলে নগরীর কোতোয়ালি থানার জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তবে প্রতিবাদ সভার প্রস্তুতিকালেই পুলিশের বাঁধায় সেটি পণ্ড হয়।

প্রতিবাদ সভার প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন যুবক। ছবি: সংগৃহীত

রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ব্যানারে কর্মসূচি পালন নিয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। পরে তাওহিদী ছাত্র-জনতার ব্যানারে সেখানে কয়েকজন সভা করার প্রস্তুতি নেয়। আমরা ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। এ সময় তাঁরা নিজেদের হেফাজত কর্মী বলে জানায়। পরে আমরা হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা থানায় এসে আটকদের নিজেদের কর্মী বলে শনাক্ত করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরে আমরা তাঁদের হেফাজতের নেতাদের জিম্মায় ছেড়ে দিই।’

সভা শুরুর মুহূর্তে ৮-১০ জন প্রেসক্লাবের সামনে জড়ো হন। তাঁরা ব্যানার নিয়ে দাঁড়ানোর পর পুলিশ ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করে। এরপর সভা পণ্ড হয়ে যায়। অন্যরা দৌড়ে চলে যান।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন