হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অপহৃত বৃদ্ধ ছাড়া পেলেন ৩২ ঘণ্টা পর

কক্সবাজার প্রতিনিধি

মোহাম্মদ শাকের। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অপহৃত মোহাম্মদ শাকের (৬৫) নামের এক ব্যক্তিকে ৩২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার কম্বনিয়াপাড়ায় পাহাড়ি এলাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অপহৃত মোহাম্মদ শাকের উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা।

মোহাম্মদ শাকেরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত সোমবার ভোরে বাবা স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষ হলেও বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি, কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রাতে মায়ের মোবাইল ফোনে এক ব্যক্তি ফোন করে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাতেই মা হাসিনা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।’

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। সেই অভিযানের মুখে গতকাল মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। ভুক্তভোগী এখন নিজের বাড়িতে অবস্থান করছেন। তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে অপহরণের শিকার বৃদ্ধকে ঘটনার ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্যমতে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ