Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে গোলাগুলিতে ‘জেএসএস’ সদস্য নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটিতে গোলাগুলিতে ‘জেএসএস’ সদস্য নিহত

রাঙামাটির কাপ্তাইয়ে গোলাগুলিতে নিখিল দাস (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে কাপ্তাইয়ের কলাবুনিয়া ববিতা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন। পুলিশ বলছে, নিহত নিখিল দাস জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। 

নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। 

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব আজকের পত্রিকাকে বলেন, ‘কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহল দলের ওপর জেএসএস সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। একপর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএসের সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।’

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘কাপ্তাইয়ে জেএসএসের সব কমিটি বর্তমানে নিষ্ক্রিয়। তা ছাড়া যে লোক মারা গেছে বলা হচ্ছে, তিনি জেএসএস সদস্য হওয়ার কথা নয়। জেএসএস করে পাহাড়িরা। হিন্দু বাঙালিরা জেএসএস করে না।’

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী