হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন করবেন না কর্নেল অলি, সমর্থন চাইলেন ছেলের জন্য

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কর্নেল অলি। ছবি: আজকের পত্রিকা

সাবেক যোগাযোগমন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অব.) বলেছেন, তিনি আর নির্বাচন করবেন না। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ছেলেকে তাঁর উত্তরসূরি হিসেবে ঘোষণা করে তাঁর জন্য সমর্থন চেয়েছেন।

আজ সোমবার সকালে চন্দনাইশ উপজেলার বরমা কলেজে ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘আমি আর নির্বাচন করব না। আপনাদের একটা চিন্তা ছিল যে অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কে নেবে। কোনো লুচ্চা, কোনো বাটপার যদি আপনাদের দায়িত্ব নেয়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এখানে আর কোনো খেলা হবে না। যার জন্য ছেলে অধ্যাপক ওমর ফারুককে আমেরিকাতে লেখাপড়া করিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটির একটা। আপনাদের জন্য তাকে প্রস্তুত করেছি এবং আমি মনে করি আমার জীবদ্দশায় যদি তাকে আপনাদের গছায়ে দিতে পারি, সে যদি কোনো ভুলভ্রান্তি করে—তার বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে পারবেন।’

মা সমাবেশে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি কি আমার ছেলেকে আপনাদের গছায় দিতে পারি?’ সবাইকে হাত তুলেতে বললে সবাই হাত উঁচু করে সমর্থন জানালে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, গভর্নিং বডির দাতা সদস্য মাহমুদ বিন কাসেম প্রমুখ।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ