হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ৩৫ লাখ টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকা থেকে এগুলো জব্দ করে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। বিষয়টি নিশ্চিত করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান। এ সময় মো. আব্দুল হান্নান (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। 

মাটিরাঙ্গা সেনা জোন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু থেকে মাহিন্দ্রা গাড়িতে করে ভারতীয় অবৈধ ওষুধ খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে মাটিরাঙ্গা জোন থেকে ক্যাপ্টেন রাহফিন আহমদের নেতৃত্বে সেনাসদস্যের একটি দল নতুনপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ৪৪ হাজার ৬৪০টি টার্গেট ট্যাবলেট, ২ লাখ পেরোপটিন ট্যাবলেট এবং ৫৬ হাজার ডেক্সন ট্যাবলেট জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকার বেশি। এ সময় মো. আব্দুল হান্নান (৫২) নামের এক ব্যক্তিকে মাহিন্দ্রা গাড়িসহ আটক করা হয়। 
 
অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, চোরাকারবারিদের যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন